অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল, তার স্ত্রী সংসদ সদস্য শহীদ ইসলাম ও পরিবারের সদস্যদের বিভিন্ন তথ্য ও নথিপত্র চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৯ জুন) দুদকের উপপরিচালক সালাহউদ্দিন তাদের কে নোটিশ পাঠান।
দুদকের পাঠানো চিঠিতে কাজী শহীদুল ইসলাম পাপুল, তার স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও সেলিনার বোন জেসমিন আক্তারের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন নম্বর, আয়কর বিবরণীসহ বেশ কিছু নথিপত্র তলব করেছে।
দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন জানান, বিভিন্ন নথিপত্র চেয়ে অনুসন্ধান কর্মকর্তা চিঠি দিয়েছেন। আগামি ১৫ কার্যদিবসের মধ্যে চাহিত এসব নথিপত্র দুদকে দাখিল করতে বলা হয়েছে।
দুদক থেকে পাঠানো নোটিশটি গুলশানে সেলিনা ইসলামের ঠিকানায় পাঠানো হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের গ্রামের বাড়ির ঠিকানায়ও পাঠানো হয়েছে।
চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থপাচার, হুন্ডি ব্যবসা ও মানবপাচারসহ অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক । তার বিরুদ্ধে ১৭৪ পাতার একটি অভিযোগের পেয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়।
কুয়েতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৬ জুন কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দেশটিতে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর পাপুলকে আদালতে হাজির করলে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
মানব ও অর্থ পাচারসহ বিভিন্ন জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে দেশটির গোয়েন্দা বিভাগ। সেই অভিযানেই গ্রেফতার হন পাপুল।
0Share