আবদুর রহমান বিশ্বাস: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে একটি শোভাযাত্রা বের করা হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেএসডি লক্ষ্মীপুর জেলার সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মোল্লা, জেলা জেএসডি’যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন। উপজেলা জেএসডি’র সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেএসডি’র উপদেষ্টা মুক্তিযুদ্ধা আবু নুর সেলিম, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুন্না, সহসভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি, যুবপরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, এমএ এহসান রিয়াজ, আবুল বাছেত খোকন ও ছাত্রলীগের সভাপতি নুরে আলম ঝিকু প্রমুখ।
১৯৭২ সালের ৩১ অক্টোবর স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রবের হাত ধরে জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ প্রতিষ্ঠিত হয়। পরে দলীয় বিভক্তিকরণের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডির নেতৃত্ব আসেন আ স ম আবদুর রব। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে আ স ম আবদুর সাবেক সরকারের মন্ত্রী হন।
স্থানীয় ভাবে জানা গেছে, গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবকে লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনে জনসংযোগ ও সাংগঠনিক কাজে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই চিঠির পর বিএনপির নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও উজ্জীবিত জেএসডির নেতাকর্মীরা। যে কারণে ২০০১ সাল বা ২৩ বছর পর লক্ষ্মীপুর-৪ আসনে প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় শো ডাউন করলো জেএসডি।
36Share