সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, তবে বাড়ছে উদ্বেগ

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, তবে বাড়ছে উদ্বেগ

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, তবে বাড়ছে উদ্বেগ

মিজানুর রহমান ভূইঁয়া | রিয়াদ, সৌদি আরব | বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ২০৩৪ বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে অবকাঠামো উন্নয়ন, টাওয়ার নির্মাণসহ নানা খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এ সুযোগ বাংলাদেশের শ্রমিকদের জন্য বড় সম্ভাবনা তৈরি করলেও সাম্প্রতিক বাংলাদেশীদের মাধ্যমে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড নতুন শঙ্কার জন্ম দিয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, সম্প্রতি সৌদি আরবে অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এ ধরনের কাজের সাথে প্রবাসী বাংলাদেশী কিছু লোক জড়িত রয়েছে। অপহৃত কয়েকজনকে মুক্তিপণের বিনিময়ে উদ্ধার করা হলেও, নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না কেউই। ইতিমধ্যে  কিছু অপহরণকারীচক্রকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে আরও বড় ও সংগঠিত গ্রুপ সক্রিয় রয়েছে।

সম্প্রতি আব্দুল হামিদ নামের এক ব্যবসায়ীকে রাজধানী রিয়াদ থেকে  অপহরণ করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে অন্য বাংলাদেশী অপরাধী চক্র। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। গ্রেফতারকৃতার হলেন, জহিরুল ইসলাম আজিম, মো:তুহিন এবং মিজানুল ইসলাম । 

গত জুন মাসে নোয়াখালীর বেগমগঞ্জের আলাউদ্দিন কে সৌদি আরবের রিয়াদ থেকে অপহরণ করা হয়।  মুক্তিপণ হিসেবে তার ব্যবহৃত গাড়ি নিয়ে যায় অপহরণকারীরা। 

এসব ঘটনায় শংকায় প্রকাশ করছে অন্য প্রবাসী বাংলাদেশীরা। অনেকে মনে করছেন, এ ধরনের অপরাধ অব্যাহত থাকলে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নতুন শ্রমিক নিয়োগে বড় বাধার সৃষ্টি হবে। সৌদি সরকার যে কোন সময় ভিসা বন্ধ করে দিতে পারে। এই সুযোগে শ্রম বাজার টি হাত ছাড়া  হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য । তাই প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও দেশের সন্মান বজায় রাখতে বাংলাদেশ ও সৌদি সরকারের যৌথ উদ্যোগ জরুরি  বলে মনে করেন সৌদি প্রবাসীরা।

বাংলাদেশ | বিশ্ব আরও সংবাদ

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী সাংবাদিক ফোরামের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধে হাসিনার ফাঁসির আদেশ

আগামি সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম 

সৌদি আরবের রাজধানী রিয়াদে ’ঈদে মিলাদুন্নবী উদযাপন

সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার, তবে বাড়ছে উদ্বেগ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com