আষাঢ়ের মাঝামাঝি এসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সারা দেশে সক্রিয় হয়ে ওঠায় মঙ্গলবার থেকে আগামি ২-৩ দিন বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়ার মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) বা অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি) বর্ষণ হতে পারে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বর্ষার এই ধারা অব্যাহত থাকলে জুলাই মাসের মাঝামাঝি ও শেষার্ধে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে।জুলাইয়ে বঙ্গোপসাগরে ২-৩টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপের রূপ নিতে পারে।এছাড়া মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে জুলাই মাসের মধ্যভাগে ও শেষার্ধে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
0Share