উপকূলবাসীর অগ্রগতি ও সুরক্ষার তাগিদে১৯৭০ সালের ১২ নভেম্বরকে উপকূল দিবস করার দাবিতে লক্ষ্মীপুরের রামগতির মেঘনাপাড়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রামগতি উপজেলার রামগতিরহাটে আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও রামগতির শারদাঞ্জলি ফোরাম যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন, আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কামনা শীষ মজুমদার, প্রভাষক রনজিৎ দাস, লিংকন সাহা ও সাংবাদিক মিসু সাহা নিক্কন প্রমুখ।
এসময় বক্তারা ১২ নভেম্বর নিহতের স্মরণে এ দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান।
0Share