আবদুর রহমান বিশ্বাস: স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী।
লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড অফিসার জান্নাতুল আদন শিরিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ নুর উদ্দিন চৌধুরী নয়ন, সংরক্ষিত নারী সংসদ সদস্য আশ্রাফুন নেসা, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, সিভিল সার্জন ডাঃ আহমেদ কবির, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহমাতুল্লাহ বিপ্লব প্রমূখ।
এসময় লিগ্যাল এইড সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।।।
0Share