ডেস্ক : বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণ রোধে তরুন তরুণীরা স্ব উদ্যোগী হয়ে জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহন করছে, এমন নয়। বের হয়েছে নকল ইয়াবা। খবরে প্রকাশ, সাড়া বাংলাদেশে ২ লাখ তরুন তরুণী ইয়াবায় আসক্ত। এই বিপুল চাহিদা মেটাতে প্রয়োজনীয় সরবরাহ নেই। ফলে, জন্মনিয়ন্ত্রণ পিলে লাল রঙ মিশিয়ে নকল হচ্ছে ইয়াবা। এসব নকল ইয়াবা বা আসল জন্মনিয়ন্ত্রণ পিল দিব্যি খেয়ে যাচ্ছে আমাদের তরুন তরুণীরা। দীর্ঘ দিন ধরে এই জন্মনিয়ন্ত্রণ পিল সেবনে মূলত তারা বন্ধ্যাত্বের দিকেই যাচ্ছে, বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ।
0Share