লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ও চন্দ্রগঞ্জ বাজার এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। তারা হলেন, দেলোয়ার হোসেন (৩২), শামছুদ্দিন (২৮) ও আবুল হোসেন (৩৫)। লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার সার্কেল হেলাল উদ্দিন বলেন, শুক্রবার গভীর রাতে গোপন বৈঠককালে সদর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বটতলী থেকে দিঘলী ইউনিয়নের সন্ত্রাসী বাবুল বাহিনীর সদস্য দেলোয়ার হোসেন ও মটবী গ্রামের শামছুদ্দিনকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মটরসাইকেল জব্দ করে পুলিশ । এছাড়া একই সময়ে চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তাহের চন্দ্রগঞ্জ বাজার থেকে জিসান বাহিনীর সদস্য ও শেখপুর গ্রামের সামছুল হকের পুত্র আবুল হোসেনকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আটককৃত ৩ জনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
0Share