সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জ পোস্ট অফিসের সংস্কার কাজে অনিয়ম

রামগঞ্জ পোস্ট অফিসের সংস্কার কাজে অনিয়ম

রামগঞ্জ পোস্ট অফিসের সংস্কার কাজে অনিয়ম

রহমত উল্যাহ পাটোয়ারী | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর, রামগঞ্জ  : রামগঞ্জ উপজেলা পোষ্ট অফিস ভবনের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদার ছাদে প্যার্টানস্টোন ঢালাইতে পাথরের(স্টোনচিপের) পরিবর্তে নিম্নমানের ইটের মুড়ি কনা। দরজায় ব্যবহার করছে সেগুন কাঠের পরিবর্তে কড়ইকাঠ। সিডিউল অনুযায়ী কাজটি করছেন না অভিযোগ উপজেলা পোস্টমাষ্টারসহ স্থানীয়দের। এ ছাড়াও চলতি অর্থ বছরের জুন মাসে কাজটি শেষ করার কথা থাকলেও ২১জুন পর্যন্ত কাজের ৪০ ভাগ বাকী।

জানা যায়, কাজটি টেন্ডার পায় যশোরের জেসি এন্টারপ্রাইজ। ওই প্রতিষ্ঠান থেকে কাজটি কিনে নেয় নোয়াখালী মাইজদির সাকিল নামের এক যুবলীগ নেতা। তিনি  রাসেল নামের আরেক জনের কাছে বিক্রি করে দেন। কাজটির সিডিউল মূল্য ছিল ৪৩ লাখ টাকা।

উপজেলা পোষ্ট মাষ্টার জসিম উদ্দিনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বলেন, কর্তৃপক্ষ ভবনটির সংস্কার কাজে ঠিকাদারকে সহযোগিতা করতে বলছেন। কিন্তু আমাদের কাছে কাজের কোন সিডিউল বা তথ্য নেই। ঠিকাদারও নিজের ইচ্ছামত কাজ করছে। চোখের সামনে নিম্নমানের ইট, ধুলবালু, সিমেন্ট ব্যবহার করছে। ছাদে পাথরের পরিবর্তে নিম্নমানের ইটের মুড়ি কনা। দরজার কাঠগুলি খুব খারাপ,সম্ভবত করই গাছের মাঠ হবে। ডিপ টিওবয়েলে ৪০ থেকে ৫০ ফুট পাইপ দিয়েছে। এভাবে নিম্নমানের কাজ কোথাও দেখি নাই। তবুও কিছু বলতে পারছি না। ঠিকাদার আমাদেও কোন কথার পাত্তাই দিচ্ছে না।

মেস্তুরী সহিদ উল্যাহ বলেন, আমাদেরকে ঠিকাদার যেভাবে বলেন এবং যে মালামাল দেয় সেভাবে কাজ করি। ভাল মন্দ বুঝবে ইঞ্জিনিয়ার ও ঠিকাদার।

ঠিকাদার রাসেল বলেন, কাজটি কে টেন্ডার পেয়েছেন জানি না। আমি কাজটি সাকিল ভাইয়ের কাছ থেকে কিনে নিয়েছি। পাথর দেওয়ার কথা থাকলেও কোথাও পাথর পাওয়া যায় না, এদিকে বিল্ডিংয়ের টেম্পার কম, তাই ইঞ্জিনিয়ার পাথরের পরিবর্তে ইটের মুড়ি কনা দিয়ে ছাদ ঢালাই করতে করতে বলছেন। সিডিউল প্রকৌশলীর কাছে আছেন বলে জানান।

মাইজদীর ঠিকাদার সাকিল বলেন, কাজটি আমি যশোরের ঠিকাদারী প্রতিষ্ঠান জেসি এন্টারপ্রাইজের কাছ থেকে কিনে নিয়েছি। সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। ছাদে প্যার্টানস্টোন ঢালাইতে পাথরের পরিবর্তে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মুড়ি কনা দিচ্ছি। এতে কোন সমস্যা হবে না। জেসি এন্টারপ্রাইজের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।

ডাকবিভাগের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী চাঁদ মিয়া সরকার বলেন, আমরাও চাই কাজটি ভাল হোক। শীঘ্রই কাজটি তদন্ত করে অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরাধ | আইন আরও সংবাদ

মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় ট্রলার ও দু’টি বরফবোঝাই ট্রাক আটক

নিষেধাজ্ঞা না মেনে রামগতির মেঘনায় মাছ ধরায় দায়ে জেলে আটক

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

রামগতিতে ৩০ টন অবৈধ ইউরিয়া সার জব্দ, আটক-১

লক্ষ্মীপুর শহরে ফার্মেসির আড়ালে মদের ব্যবসা, অভিযানে আটক ৩

কমলনগরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com