নিজাম উদ্দিন | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিল ও লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকটির পক্ষ থেকে ‘নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স এণ্ড কমার্স কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর সৌরভ মজুমদার ও মিলন হোসেন নামে ভূয়া ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রায়পুর হায়দারগঞ্জ শাখার জুনিয়র অফিসার মো. ফখরুল আলম বাদি হয়ে থানায় এ অভিযোগ করেন।
অভিযোগ উঠেছে, সৌরভ মজুমদার নামের ওই ব্যক্তি লক্ষ্মীপুর শহরের থানা রোডের একজন ব্যবসায়ীকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে মোটা অংকের ঋণ পাইয়ে দেওয়ার নাম করে দু’দফায় ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।
এ ধরনের প্রতারণা এড়াতে এ ধরনের আর্থিক লেনদেন না করাসহ লোকজনকে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় ব্যাংকটির পক্ষ থেকে।
জানা গেছে, লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কের হায়দার কমপ্লেক্সের তৃতীয় তলায় নিউ স্ট্যান্ডার্ড ফিনান্স এণ্ড কমার্স কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নামক নামসর্বস্ব ওই প্রতিষ্ঠানের কার্যালয়। সেখান থেকে লোকজনকে ঋণ দেবার নাম করে গ্রাহক সংগ্রহ করে নির্দিষ্ট পরিমাণে জামানত সংগ্রহ করে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের জুনিয়র অফিসার মো. ফখরুল আলম জানান, ওই প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে যে রিসিট ব্যবহার করে, তাতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাম, লোগো ও সিল রয়েছে। যদিও এ ধরনের লেনদেনের সাথে ব্যাংকটি জড়িত নয়। বিষয়টি তাদের নজরে আসলে তারা প্রতারকদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন
ব্যাংকের এ কর্মকর্তা আরও জানান, শহরের থানা সড়কের ভোজনালয় নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক প্রভাত চন্দ্র দেবনাথকে ২০ লাখ টাকার ঋণ পাইয়ে দিবে বলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাম ব্যবহার করে। ব্যাংকের সাথে ওই ওই প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে বলে গ্রাহকদের কাছে দাবি করা হয়। ২০ লাখ টাকা লোন দেওয়ার বিপরীতে ব্যবসায়ী প্রভাত চন্দ্র দেবনাথকে কিস্তির মাধ্যমে ২ লাখ টাকা জামানত রাখতে বলে।
এরই মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নকল রিসিভ ও সিল ব্যবহার করে গত ১৮ সেপ্টেম্বর ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া লোন পাশ করার কথা বলে আরও ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে ‘মানি রিসিড’ গ্রাহককে দেওয়া হয়েছে, তাতে মো. মিলন হোসেন নামে একজন স্বাক্ষর করেন। রিসিডে তিনি নিজেকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের গুলশান শাখার অডিট অফিসার হিসেবে উল্লেখ করেন।
ব্যাংক কমলর্মকর্তা ফখরুল আলম বলেন, এটি প্রতারণা। বিষয়টি আমার নজরে আসার পর উধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সৌরভ মজুমদাররের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভড করেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, এ বিষয়ে অভিযোগ শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
76Share