নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আব্দুল মতলব বাড়ির এক পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করেছে একদল ডাকাত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলেছে এটি চুরির ঘটনা।
ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহবধূ মনোয়ারা বেগম জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন । এ সুযোগে ৭-৮ জন মুখোশধারী ব্যক্তি ঘরের ভেতরে ঢুকে পড়ে লুকিয়ে থাকে। পরে তিনি ঘরে ফিরলে মুখোশধারীরা তাকেসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এসময় নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত হন, গৃহবধূ মনোয়ারা বেগম, বৃদ্ধা মোবাশ্বেরা বেগম, শিশু সানজিদা, সুলতানা ও তানভীর হোসেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে বুধ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি বলেন, ঘটনার বর্ণনা শুনে মনে হচ্ছে এটি সংঘবদ্ধ চুরি। ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন যাবত কমলনগর ও লক্ষ্মীপুর সদর উপজেলার সীমান্তবর্তী, চর লরেঞ্চ, তোরাবগঞ্জ ও ভবানীগঞ্জ এলাকায় প্রচুর চুরি ও ডাকাতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ গ্রামে গ্রামে একদল যুবক প্রকাশ্যে মাদক বিক্রি ও মাদক গ্রহন করছে। এসব মাদক বিক্রেতা ও ক্রেতা যুবকরা চুরি ডাকাতির মতো ঘটনার সাথে জড়িত রয়েছে।
0Share