নিজাম উদ্দিন | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় তোপের মুখে পড়ে সড়ক বিভাগের দায়িত্বশীলরা। বিক্ষুব্ধ জনতা উচ্ছেদ কাজে নিয়োজিত বুলডোজারটি ভাংচুর করে।
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকাল থেকে জেলা প্রশাসন এবং পুলিশের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান শুরু করে। সড়ক বিভাগের জমিতে থাকা দোকানপাটগুলো বুলডোজারের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। দুপুর সোয়া ১ টার দিকে বাজারে মাঝখানে থাকা একটি মসজিদের পাশের দোকান গুঁড়িয়ে দেওয়ার সময় মসজিদের একাংশ ভেঙে যায়। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয় লোকজন এবং বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বুলডোজারটি ঘিরে রাখে। তারা বুলডোজারে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বুলডোজারের গ্লাস ভেঙে যায়। উচ্ছেদ অভিযানে বাঁধা দেয় উত্তেজিত জনতা।
পরে প্রশাসনের লোকজন স্থানীয়দের সহায়তায় তাদেরকে শান্ত করে। ক্ষতিগ্রস্ত মসজিদটি পুনরায় মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আনুষ্ঠানিক কোন মন্তব্য করতে রাজি হননি। তবে পরিস্থিতি শান্ত করে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।
0Share