রায়পুর: রায়পুরে ১০ বছরের শিশু যৌন হয়রানীর শিকার হয়েছে। এঘটনায় উত্তেজিত ব্যবসায়ীরা ওই ধর্ষক সহরফ আলী হাওলাদার (৪৫)কে আটক করে গন পিটুনী দিয়ে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে উপজেলার ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজারে।
এঘটনায় সন্ধ্যায় শিশুর মা বাদি হয়ে সহরফ আলী হাওলাদারকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
শিশুর মা সাংবাদিকদের জানান, তার ১০ বছরের মেয়ে স্কুল ছুটির পর স্থানীয় বাজারের ওপর দিয়ে বাড়ীতে আসছিল। এসময় চরলক্ষী গ্রামের হাজি আদম আলী হাওলাদারের ছেলে মোল্লার হাট বাজারের ব্যবসায়ী সহরফ আলী হাওলাদার শিশুকে প্রলোভন দেখিয়ে তার দোকানে ডেকে নিয়ে যৌনাচারে লিপ্ত হয়। এসময় মেয়েটি চিৎকার দিলে পাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে উদ্ধার করে এবং ওই লম্পটকে গনপিটুনী দিয়ে ছেড়ে দেয়। এঘটনায় তিনি বাদি হয়ে রায়পুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
যোগাযোগ করা হলে পলাতক থাকায় ধর্ষক সহরফ আলী হাওলাদারকে পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, মেয়েটির মা বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তা তদন্ত করে ব্যবস্থা নিতে হাজিমারা ফাড়ি থানার ইনচার্জ এসআই আব্দুল খালেককে নির্দেশ দেয়া হয়েছে।
0Share