রামগঞ্জ: রামগঞ্জ উপজেলার দেহলা ও দেবনগর গ্রামে ডাকাতির ঘটনায় শিশুসহ প্রায় ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন- জুনায়েত হোসেন নাসিম (৭ মাস) আছমা আক্তার (১১), পাখি আক্তার (১০), মেহমান শাহনাজ (২২), গৃহর্কতা মোশাররফ হোসেন মাস্টার (৪২), গৃহকর্তী সেলিনা বেগমকে (৩৫)। অস্ত্রধারী ডাকাতরা রাত ২টার দিকে দুই গ্রামের ৪ বসত ঘরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা নগদ ১ লাখ, ১০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে চিৎকার করা ও ঘরে জিনিসপত্রের সন্ধান দিতে দেরি করায় ডাকাতরা পিটিয়ে শিশুসহ ওই বাড়ির ছয় সদস্যকে আহত করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক জানান, রাত ২টার দিকে একই ডাকাত গ্রুপ দেহলা গ্রামের নাগের বাড়ির মোশারফ মাস্টার, প্রবাসী মোস্তফা মিয়ার ভবন ও নুরনবীর টিনসেট ঘরে ডাকাতি করে। ডাকাতরা মোশাররফ মাস্টারকে জিম্মি করে তার ভবনের আসবাবপত্র ভেঙে ৫০ হাজার টাকা, ৩ভরি স্বর্ণালঙ্কার, ১টি মোবাইল সেট, প্রবাসী মোস্তাফা মিয়ার পরিবারে সদস্যদের জিম্মি করে ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল সেট ও ব্যবসায়ী নুরনবীর বসত থেকে নগদ ৩ হাজার টাকা, ১টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রেজা মাহবুবু আলফু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছিলাম ডাকাতদের ধরার জন্য। তবে এলাকাবাসীর অসযোগিতার কারণে কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।
0Share