লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞার মধ্যে মেঘনা নদীতে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় মাছ ধরার ট্রলার এবং দু’টি বরফবোঝাই ট্রাক আটক, একটি ট্রাক্টর ও আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সাড়ে ১০টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের মেঘনা নদীর উপকূল এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে এম ইন্জরুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান, বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) সফিকুল ইসলাম সহ রামগতি থানার পুলিশ, নৌ-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, জেলেরা কক্সবাজার থেকে ট্রাকভর্তি বরফ সংগ্রহ করে ট্রলারে বরফের চেম্বার ঢুকিয়ে বেআইনিভাবে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের মেঘনা উপকূল থেকে ট্রলার, বরফ বোঝাই দু’টি ট্রাক, একটি ট্রাক্টর ও আনুমানিক ১০ হাজার মিটার জাল হাতেনাতে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অভিযানকালে ট্রলারে থাকা মাঝি, ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা পালিয়ে যাওয়ায় আটককৃত মালামাল জব্দ করে নিয়মিত মামলা দায়েরের জন্য রামগতি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।
0Share