লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জের সুতারগোপন নামক স্থনে লেগুনা (মিনি পিকআপ) চাপায় আনোয়ার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। রোববার বিকেল পৌনে ৪ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপটা এলাকার বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ২ টার দিকে একটি যাত্রীবাহী লেগুনা রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু আনোয়ারকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ারপথে তার মৃত্যু হয়। শিশু আনোয়ারকে লেগুনা চাপায় দেয়ার স্থানীয় লোকজন রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে দেয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



0Share