লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারী শাসছুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল পৌনে ৬ টার দিকে লক্ষ্মীপুর শহরের সেন্টাল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামায়াত নেতা শাসছুল ইসলাম সদর পৌর এলাকার সমসেরাবাদ গ্রামের হানিফ মিয়ার পুত্র। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। সে ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।



0Share