রায়পুর প্রতিনিধিঃ রায়পুর উপজেলার সোনাপুর ও চর মোহনা ইউনিয়নের বাবুরহাট সড়কসহ বাজারে শুক্রবার রাতে ৭ প্রতিষ্ঠানে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামের এক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাবুরহাট এলাকার রাজনসহ ৩জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন বাবুরহাট বাজারের ‘মা-মনি লাইব্রেরী এ- কনফেকশনারী’ এর মালিক হারুনের দোকান থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা, ‘কাশেমের মুদি দোকান’ থেকে ৮০ হাজার টাকা, ‘সোলেমানের ফলের দোকান’ থেকে ৬০ হাজার টাকা, ‘খোকনের চা দোকান’ থেকে ২০ হাজার, ‘সোহাগের কসমেটিক্স দোকান’ থেকে ৪৫ হাজার ও বাঁশতলা এলাকার ‘মনুহারের ইলেকট্রিক দোকান’ থেকে ২৫ হাজার টাকার মালামাল লুটে নেয়। তাদের দোকানগুলো সার্টার ভেংগে স্বশস্ত্র ডাকাতরা নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
এছাড়াও ঐ রাতে চৌধুরী বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন আলমগীর আত্মীয়ের বাড়িতে ও চর মোহনা গ্রামের মোঃ সফিক তার ভাতিজাকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে স্থানীয় মিঠু চেয়ারম্যানের বাড়ির সামনে ওঁতপেতে থাকা ৪/৫জন স্বশস্ত্র মুখোশপরা ডাকাত দল সড়কের গাছ ফেলে ঐ দুই ব্যবসায়ীকে আটক করে ২ লক্ষ টাকা মূল্যের মোটর সাইকেল, মোবাইল ফোন ও স্বর্ণের চেইনসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ীরা চিৎকার দিলে তাদেরকে স্থানীয় একটি সুপারীর বাগানে হাতপা বেঁধে ফেলে রেখে ডাকাতরা চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, ঘটনাটি জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।
রায়পুর থানার ডিউটি অফিসার এসআই জহিরুল হক বলেন,পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।



0Share