নিজিস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ঈদকে সামনে রেখে পুলিশি তৎপরতা বেশ জোরালো করা হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য লক্ষ্মীপুর জেলা শহরের ব্যস্ততম সড়কে দুইটি পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে শহরের চকবাজার ও তমিজ মার্কেটে এ পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
চকবাজারের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে পুলিশ বক্স স্থাপন করায় তাদের ব্যবসার জন্য ভালো হয়েছে। ঈদকে ঘিরে অনেক স্কুল-কলেজ শিক্ষার্থীরা বিভিন্ন প্রসাধনী কিনতে আসলে বখাটেরা উত্ত্যক্ত করে। এতে মেয়েরা বাজারে আসতে অনীহা প্রকাশ করে। এ কারণে তাদের ব্যবসার ক্ষতি হয়। পুলিশ বক্স স্থাপনে বখাটেদের এ ধরনের অপরাধমূলক কাজ বন্ধ হবে বলে আশা করেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানান, ঈদকে ঘিরেই পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। তা ছাড়া বাজারে কর্তব্যরত পুলিশের বসার কোনো জায়গা নেই। পুলিশ বক্স অস্থায়ীভাবে স্থাপন করা হলেও তা ভবিষ্যতে স্থায়ী করা হবে।
0Share