মিসু সাহা নিক্কন: মঙ্গলবার সারা দেশের ন্যায় রামগতিতেও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজার পরপরই শুরু হয় শ্রী শ্রী লক্ষ্মীপূজা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মা লক্ষ্মী দেবী ধন-সম্পদের দেবী তাই দেবীকে বরন করতে প্রতিটি ঘরের নারীরা উপবাস করে ধূপ-দ্বীপ জ্বেলে মাকে আহ্বান করেন। গ্রাম বাংলার বধূরা শ্রী শ্রী লক্ষ্মী মাকে ডাকেন সুরে সুরে-এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থেকো আলো করে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরন করে, জনম জনম থেকো আমারি ঘরে।
শ্রী শ্রী লক্ষ্মীপূজায় রামগতি উপজেলার প্রতিটি পাড়ায় পাড়ায় আতশ বাজির মহড়ায় ব্যাপক আনন্দ বিরাজ করছে। হরেক রকমের বাজির ঠুশঠাশ শব্দে উৎসবের আমেজ সর্বত্র দেখা যায়। এ পূজোয় যেন শিশু-কিশোরদের আনন্দের কমতি নেই।
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী বলেন, ধন দেবী লক্ষ্মী ভক্তের ঘরের লক্ষ্মী অর্থাৎ সংসারের মঙ্গল কামনায় ভক্তরা লক্ষ্মী দেবীর পূজা-অর্চনা করেন এবং লক্ষ্মী দেবী ভক্তদের ডাকে সাড়া দিয়ে তাদের প্রতি কৃপা দৃষ্টি রাখেন।
উল্লেখ্য: এবার পূর্নিমা তিথি দুই দিন থাকায় দেশের বিভিন্ন স্থানে অনেক হিন্দু ভক্তরা সোমবার শ্রী শ্রী লক্ষ্মীপূজা পালন করেছেন।
0Share