লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতার-২০১৫ (অনুর্ধ ২১) এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মো. মাহাবুবর রহমান (পিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ক্রিড়া সংস্থার সাধারন এড. নুরুদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালউিদ্দিন টিপু।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা আ.লীগের সভাপতি আলাউদ্দিন, আ.লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন লিকা, রায়পুর থানার নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কাবাডি খেলা বাংলার দেশজ সংস্কৃতি থেকে উৎসারিত আমাদের প্রাণের খেলা। ক্রিকেট-ফুটবল এর গণজোয়ার এবং পুনজাগরণের জন্য বাংলাদেশের একমাত্র পৃষ্ঠপোষক হলেন ক্রীড়ামোদী জননেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐসব খেলার মতই সমান গুরুত্ব দিয়ে কাবাডি খেলাকেও তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করার জন্য সরকার বিশেষ কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা অত্যন্ত সাফল্যের সাথে আয়োজন করার জন্য জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সকলকে ধন্যবাদ জানান।
খেলায় রায়পুর থানা দলকে হারিয়ে লক্ষ্মীপুর বনিক সমিতি চ্যাম্পিয়ান হয়েছে। চ্যাম্পিয়ান ও রানার্স আফ দলকে নগদ টাকা ও ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
0Share