জ্যেষ্ঠ প্রতিবেদক : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে চন্দ্রগঞ্জ কালিমন্দির দেবালয় ও ভবভদ্রী নিতাই গৌর সেবাশ্রমের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভবভদ্রী নিতাই গৌর সেবাশ্রম থেকে শুরু হয়ে চন্দ্রগঞ্জ বাজারের প্রধান সড়ক পদক্ষিণ করে কালিমন্দির দেবালয়, লতিফপুর রাধাগৌবিন্দ সেবাশ্রম দর্শন করে পুনরায় ভবভদ্রী নিতাইগৌর সেবাশ্রমে গিয়ে শেষ হয়।
ব্যান্ডের তালে তালে বিপুল ভক্তবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য এ শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ কালিমন্দির দেবালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু কৃষ্ণধন দেবনাথ, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাষ্টার কাজী মোস্তফা কাজল, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র মজুমদার, চন্দ্রগঞ্জ দেবালয় পূজা উদ্যাপন কমিটির সভাপতি জয়দেব দেবনাথ, চন্দ্রগঞ্জ দেবালয় পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার, পূজা উদ্যাপন কমিটির কোষাধ্যক্ষ চন্দন কর্মকার প্রমুখ।
পরে ভবভদ্রী নিতাইগৌর সেবাশ্রমে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
0Share