লক্ষ্মীপুর, ২ অক্টোবর ২০১৩: লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় এবছর ৭২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রামগঞ্জ উপজেলায় ৫টি মন্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।লক্ষ্মীপুর সদর উপজেলায় ২৯টি, রায়পুর উপজেলায় ১০টি, রামগঞ্জ উপজেলায় ১৯টি, রামগতি উপজেলায় ১১টি ও কমলনগর উপজেলায় ৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে।
জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অরুনেন্দ্র কিশোর চক্রবতী জানান, গতবছরের চেয়ে এবার মন্ডপের সংখ্যা ১টি বেড়েছে।
এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার মজুমদার জানান, এবছর জেলায় ৭২টি মন্ডবে শারদীয় দুর্গা উৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। তিনি আরও বলেন, ইতিমধ্যে প্রশাসনের সাথে দুর্গা পূজার প্রস্ততি বিষয়ে সভা হয়েছে। সভায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রতিটি মন্ডবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার জন্য ও আনসার সদস্যদের পরিবর্তে পুলিশ মোতায়ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ জানান, জেলার রামগঞ্জ উপজেলার ৪-৫ টি মন্ডপ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
জেলা প্রশাসন থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য চাউল বিতরণ করা হয়েছে বলে জানানো হয়েছে। যদিও এখন পর্যন্ত তা শুরু করা হয়নি। আগামী ১৪ সেপ্টেম্বর শারদীয় দূর্গা উৎসব শেষ হবে।
নিরাপত্তার বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, সদর উপজেলায় হিন্দুদের শারদীয় দুর্গা উৎসবে নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
0Share