সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বই মেলায় বিচারক আরাফাতের নতুন দুই বই

বই মেলায় বিচারক আরাফাতের নতুন দুই বই

0
Share

বই মেলায় বিচারক আরাফাতের নতুন দুই বই

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একুশের বইমেলা। শুক্রবার বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, ভারতীয় কবি শঙ্খ ঘোষ, মিশরীয় লেখক-গবেষক মোহসেন আল আরিশি।

লক্ষ্মীপুরবাসির জন্য এবারের বই মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে এ বছর ও বই মেলায় লক্ষ্মীপুরে জন্ম গ্রহনকারি বেশ কয়েকজন লেখক, কবি, সাহিত্যিকের বই মেলায় প্রকাশিত হবে।

এদের মধ্যে অন্যতম বরগুনা জেলা ও দায়রাজজে কর্মরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাতের দুটি বই মেলায় থাকছে। একটি কাব্য, অন্যটি গল্পগ্রন্থ। ‘অলক্ষে পাখি পাখি’‘দারুণ গল্পের লোক’ নামক বই দু’টি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। ‘অলক্ষে পাখি পাখি’ কাব্যগ্রন্থে কবির বাছাইকৃত ৭০টি কবিতা স্থান পেয়েছে। বইটিতে পরিবেশ ও প্রকৃতির মনোরম ছবিকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। তৈরি করা হয়েছে স্বপ্ন আর বাস্তবের এক অভিনব জগত।

অন্যদিকে ‘দারুণ গল্পের লোক’ গ্রন্থটি সাজানো হয়েছে ১৬টি গল্পে। প্রত্যেকটা গল্পই ভিন্নমাত্রায় দারুণ রকমের। মানুষের বর্ণিল জীবনের নানান গল্প আছে এখানে। সব গল্পই পেয়েছে স্বাভাবিক সমাপ্তি।

গত বছর ৬৫টি কবিতা নিয়ে তার কাব্যগ্রন্থ “মনে মনে হেমন্ত বনে” প্রকাশিত হয়। যা কবিতা প্রিয় পাঠকদের মাঝে সাড়া জাগায়। এবার সে গ্রন্থটিও পাওয়া যাবে মেলায়। এবার দেশ পাবলিকেশন্স বসছে মেলার ৩৮৮ এবং ৩৮৯ নং স্টলে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত পাঠকদের নিকট আরাফাত বিন আবু তাহের নামে পরিচিত। তার জন্ম স্থান লক্ষ্মীপুর সদর উপজেলায়। পেশায় বিচারক কিন্তু লেখালেখিতে ঝোঁক যথেষ্ট। সময় পেলেই বই পড়েন। লেখেনও মন যখন যেভাবে চায়। কখনো কবিতা, কখনো গল্প। লেখেন মানুষের চলমান জীবন নিয়ে। প্রকৃতি, প্রেম, বিরহ, বিদ্রোহও ফুটে ওঠে তার লেখায়।

ছোটবেলা থেকে লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নকালে সে মাত্রা বেড়ে যায়। ভবিষ্যতে তিনি কর্মজীবনের পাশাপাশি লেখালেখি চালিয়ে যাবেন।

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

লক্ষ্মীপুরে সমমনা ঐক্য পরিষদের শিক্ষামূল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বিভাগীয় পাঠাগার সম্মেলন

ঐতিহ্যবাহী চৌরাস্তা ক্লাবে’র আংশিক কমিটি গঠন

লক্ষ্মীপুর আইসিবিসি প্রকল্পের শিশু যত্নকারীদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার অনুষ্ঠান

ঢাকাস্থ লক্ষ্মীপুর ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বনভোজন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com