২১শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে শুদ্ধভাষায় জাতীয় সংগীত প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তিন প্রতিষ্ঠান উত্তীর্ন হয়। এতে মার্চ্চেন্টস একাডেমী প্রথম, কাজীর দিঘীর পাড় সমাজ কল্যান উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও হায়দরগঞ্জ মডেল স্কুল তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পি রানী রায়ের সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মো: মোস্তফা কামাল ও তাবারক হোসেন আজাদের সঞ্চালনায় বিচারক প্যানেলে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন, সরকারি কলেজের প্রভাষক বাঁধন দাস, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মুজিবুর রহমান, শিক্ষক শংকর মজুমদার ও শিল্পি চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
0Share