ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি আজ সেজেছে বর্ণিল সাজে। সকল কুসংস্কারকে পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিতি। লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ৪র্থ বারের ন্যায় বসন্ত উৎসব দিনব্যাপী বর্ণিল আয়োজনে পালিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মো. আবু তাহের।
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা বলেন, পুরোনো দিনের গ্লানি ভুলে নতুন করে প্রকৃতির সঙ্গে নিজেদের বদলাতে নতুন সাজে সেজেছেন তারা।
অতিথিরা বক্তব্যে বলেন, ঋতুতে নয়, বসন্ত হচ্ছে মনে, মনের বসন্তে জাগ্রত থাকলে পৃথিবীটা অনেক সুন্দর হবে, ঋতুর সঙ্গে মানুষের মনের রঙ্গও বদলায়, এসব উৎসবের মাঝে মানবতাবোধ, অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় বসন্তকে বরণ করে নেওয়ার উৎসবে তরুণ-তরুণীরা বিভিন্ন ফুল ও পাতায় নিজেদের সাজিয়ে নেওয়ায় কলেজ ক্যাম্পাসকে এক নতুন রূপে দেখা যায়।
0Share