আর্ন্তজাতিক মাভৃভাষা দিবস উপলক্ষ্যে ৩ দিন ব্যাপি লক্ষ্মীপুর বই মেলার উদ্বোধন করা হবে ২১ ফেব্রুয়ারি। এবারের লক্ষ্মীপুর বই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এ মেলায় এবার লক্ষ্মীপুরে জন্ম গ্রহনকারি অনন্ত ১৬ জন লেখক, সাহিত্যিক এবং কবিদের বই পাওয়া যাবে। লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন অনুষ্ঠিত মেলা ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় ২০টির মতো স্টল থাকবে বলে জানা গেছে।
অমর একুশে গ্রন্থ মেলা ও লক্ষ্মীপুর বই মেলায় লক্ষ্মীপুরে জন্ম গ্রহনকারি লেখক, কবি ও সাহিত্যিকের যে বই গুলো পাওয়া যেতে পারে:
১। লক্ষ্মীপুর জেলার ইতিহাস গ্রন্থ ‘‘লক্ষ্মীপুর ডায়েরি’’, সম্পাদনায় সানা উল্লাহ সানু, পাওয়া যাবে টাউন লাইব্রেরি স্টলে। অমর একুশে গ্রন্থ মেলায় পাওয়া যাচ্ছে পাঠশালা, স্টল নং-৪৯৬।
২। রোমান্টিক উপন্যাস ‘‘এত কাছে তুমি তবু দূরে’’ লেখক দৈনিক মানবকন্ঠের মফস্বল সম্পাদক কামাল হোসেন টিপু । পাওয়া যাবে টাউন লাইব্রেরি স্টলে। অমর একুশে গ্রন্থ মেলায় পাওয়া যাচ্ছে অন্বেষা প্রকাশন, ১৮ নং প্যাভিলিয়নে।
৩। ‘ঘুণে খাওয়া বাঁশি’ লেখক: আলম শাইন জ্ঞানকোষ প্রকাশনী।
৪। অলক্ষে পাখি পাখি’ ও ‘দারুণ গল্পের লোক’ আরাফাত বিন আবু তাহের , দেশ পাবলিকেশন্স ।
৫। একুশ তালির কাপড়, খন্ডিতাংশ পত্র, কবি ও লেখক আবদুর রব ছিদ্দিকী, “মাতৃভাষা প্রকাশ”।
৬। ‘উপকূল’ জাহিদ হাসান তুহিন, প্রিয় বাংলা প্রকাশন।
৭। ‘অনির্বাচিত লেখা’ এডভোকেট মিজানুর রহমান মুন্সি, ‘শিউলির কথা’ খাতুনে জান্নাত,।
৮। ‘কবিতাংশ’ ভিপি বেলায়েত,মাতৃভাষা প্রকাশ।
৯। প্রসঙ্গ ব্যবহারিক বাংলা’ প্রথম ও দ্বিতীয় খন্ড এবং ‘একবিন্দু জল’, মো. মোস্তফা শাওন‘ মাওলা ব্রাদার্স।
১০। ‘যে জীবন জীবিকার’ ও ‘১৪১৩ টুকরো একটি লাশ’, নাঈম হাসান , দাঁড়িকমা প্রকাশনী।
১১। নেকিব খুশবু’, ‘ঘুম তাড়ানি ছড়া’ “টেংরার গ্যাং”, “আহবান” ও ‘আয় না ফিরে ছেলেবেলা’ জনি হোসেন কাব্য।
১২। কথামালা, বোরহান উদ্দীন রব্বানী‘, দাঁড়িকমা প্রকাশনী।
১৩। ‘পাখি ও দোপাটির গল্প’ আপনদে অপু।
১৪।’স্বপ্ন সারথী’ ও ‘কালোঘর’ ফয়সাল আহমেদ‘ বাবুই প্রকাশনী।
১৫। মাহমুদ শাওনের বই “দখিনের চিলেকোঠায় নরম রোদ”।
১৬।আবদুল্লাহ আদিল মাহমুদের উপন্যাস “মুহুয়া বিশেঁর সীমানা”।
লক্ষ্মীপুর জেলায় জন্ম গ্রহনকারি অন্য কোন লেখক-কবি-সাহিত্যিকের বই সর্ম্পকে আপনার কাছে তথ্য থাকলে এ লিংকে জানান। অথবা ইমেইল করুন: news@lakshmipur24.com
0Share