আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপি বই মেলার শুরু হয়েছে।বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে লক্ষ্মীপুর কালেক্টরেট প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত বই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সিভিল সার্জন মো. মোস্তফা খালেদ আহমেদ। বই মেলায় ২০টি স্টল বসে। সানা উল্লাহ সানু সম্পাদিত লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য বিষয়ক তথ্যকোষ ‘লক্ষ্মীপুর ডায়রি’ গ্রন্থটি ঘিরে পাঠকদের আগ্রহ দেখা গেছে। আগামি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
0Share