লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু বলেন,শিক্ষার্থীদের প্রতি যত্মবান হওয়ার পরামর্শ দিয়ে বলেন, লেখা পড়ার পাশপাশি শিক্ষার্থীদের মাদক ইভটিজিং বিষয়ে সচেতন করতে হবে। এক্ষেত্রে ছেলে শিক্ষার্থীদের পুরুষ শিক্ষক এবং মেয়ে শিক্ষার্থীদের মহিলা শিক্ষক দিয়ে জানান দিতে হবে। বুধবার সকালে শহরের সমসেরাবাদ এলাকার লক্ষ্মীপুর রিলায়েবল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযেগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল আউয়াল রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল ফারাহ নিশান, উপ সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ওমর ফারুক। এসময় ব্যাঙ লাফ, দৌড় প্রতিযোগিতা, মার্বেল খেলা, দেশাত্ববোধক গান, হাড়ি ভাঙাসহ বিভিন্ন ইভেন্ট খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মান সম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে পাঠদানের জন্য শিক্ষকদের পরামর্শ দেন। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ওসমান গনির পরিচালনায় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, বিশিষ্ট শিক্ষাবিদ হারুনুর রশিদ, আব্দুল হান্নান নিরব, জাকির হোসেন সবুজ, যুবলীগ নেতা সোহাগ পাটওয়ারী, তফসির আহম্মদ, রিয়াজ হোসেন, আমজাদ হোসেন, রকিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া শিক্ষক শিক্ষার্থী ও অভিভাকগন উপস্থিত ছিলেন।
0Share