সালমান শাহ’র ‘সত্যের মৃত্যু নেই’ খ্যাত কিংবদন্তি কাহিকার ও পরিচালক ছটকু আহমেদ সম্প্রতি শেষ করলেন ‘সব সুখ তোর জন্য’ শিরোনামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি, সংলাপ আর চিত্রনাট্যের কাজ। আর এই চলচ্চিত্রটি নির্মাণ করবেন অসংখ্য নাটক ও চলচ্চিত্রের ভিডিও সম্পাদক আলাউদ্দিন সাজু। পারিবারিক গল্পের এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে লক্ষ্মীপুরে, ১৫ জুন থেকে টানা ৪দিন। কাদামাটি মিডিয়ার প্রযোজনা এ ছবিটি লক্ষ্মীপুর ছাড়াও দেশের ৩০ জেলায় চিত্রায়িত হবে।
রবিবার (২ জুন) মগবাজারের একটি রেস্টুরেন্টে ‘সব সুখ তোর জন্য’ চলচ্চিত্রের চুক্তিপত্রে স্বাক্ষর করেন আরিয়ান শাহ, নাইরুজ সিফাত এবং আফফান মিতুল। নির্মাতা আলা উদ্দিন সাজুর বাড়ি লক্ষ্মীপুর জেলায়।
আর এ চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবার জুটিবদ্ধ হচ্ছেন আরিয়ান শাহ, আফফান মিতুল এবং নাইরুজ সিফাত।
এদিকে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র “সব সুখ তোর জন্য” আরো অভিনয়ে থাকছেন হাসান ইমাম, দিলারা জামান, তারেক আনাম খান, ফেরদৌসি লিনা, নুনা আফরোজ, ও ড.চঞ্চল সৈকতসহ অনেক গুনি অভিনেতা অভিনেত্রী। এই সিনেমার চিত্রগ্রহন করবেন তরুন চিত্রগ্রাহক আরিফুল ইসলাম। ।
লক্ষ্মীপুরের কৃতি সন্তান পরিচালক আলাউদ্দিন সাজু তার চলচ্চিত্র “সব সুখ তোর জন্য” নিয়ে খুব আশাবাদি।
0Share