ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশির আমেজ। বছর ঘুরে দিনটি ফিরে আসে দিনটি। সবার মাঝে বাড়তি আনন্দ ছড়িয়ে দিতে ঈদের বিকল্প যেন ঈদই। ঈদে অনেকের সময় কাটে প্রিয়জনদের সাথে। এ ছাড়াও বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে দেখা করার জন্য ঘুরতে যায় কেউ কেউ। যা আবহমান কাল দরে বাঙালি মুসলিম কমিউনিটির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
কিন্তু সম্প্রতি সময়ের বছরগুলোতে ঈদে আনন্দের নামে লক্ষ্মীপুর জেলায় অপসংস্কৃতির আগ্রাসনের দিকে ঝুঁকছে এখনকার কিছু তরুণ প্রজন্ম। লক্ষ্মীপুরের তরুণ সমাজ বিনোদনের নামে খোলা ট্রাকের উপর ডিজে পার্টি হৈ-হুল্লোড করে গান-বাজনা করছে।
এসময় তারা শং সাজে, ভুবোজিলা বাজিয়ে চারপাশে আতঙ্কের সৃষ্টি করে। এতে একদিকে যেমন বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে অন্যদিকে ঈদে সুস্থ্য বিনোদনে নেতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে সমাজে এমনও কিছু তরুণ আছে, যারা এমন সংস্কৃতির আগ্রাসনকে কোনভাবেই সমর্থন দিচ্ছেন না। আর যারা ঈদের মতো সময়ে নির্মল আনন্দ চান। তাদের মতামত হচ্ছে, এমন অপসংস্কৃতির লাগাম এখনি টেনে ধরতে হবে। নচেৎ ঈদের নির্মল আনন্দগুলোও একসময় প্রযুক্তির সাথে সাথে হারিয়ে যাবে। সেজন্য তরুণদের অভিভাবকগণকে এগিয়ে আসতে হবে।
0Share