জমকালো আয়োজনের মধ্য দিয়ে পূর্ণদৈর্ঘ্য বাংলা ডিজিটাল চলচ্চিত্র ‘সব সুখ তোর জন্য’ র স্যুটিং শুরু হয়েছে লক্ষ্মীপুর জেলা থেকে। কাদামাটি মিডিয়ার প্রযোজনা এ চলচ্চিত্রটির স্যুটিং হবে লক্ষ্মীপুর ছাড়াও দেশের ৩০ জেলায়। প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদের কাহিনী, সৃজনশীল তরুণ পরিচালক আলাউদ্দিন সাজুর সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় পারিবারিক রোমান্টিক গল্প অবলম্বনে এ সিনেমাটি তৈরি হচ্ছে।
শনিবার (১৫জুন) সকালে এ উপলক্ষ্যে চলচ্চিত্রটির মহরত ও মিষ্টিমুখ অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুরের ঐতিহাসিক দালাল বাজার জমিদার বাড়িতে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল।
এসময় বক্তব্য রাখেন সিনেমাটির পরিচালক আলাউদ্দিন সাজু, নায়ক আরিয়ান শাহ, নায়িকা নাইরুজ সিফাত, পার্শ্ব নায়ক আফফান মিতুলসহ বিভিন্ন কলাকুশলী। এই চলচ্চিত্রে আরো অভিনয় করবেন, মিশা সওদাগর, দিলারা জামান, তারেক আনামসহ জনপ্রিয় গুণী শিল্পীরা।
পরিচালক জানান, এ সিনেমা তৈরির মাধ্যমে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। পারিবারিক রোমান্টিক গল্প নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। তার নিজ জেলা লক্ষ্মীপুরে ১৩টি দর্শনীয় স্থানসহ দেশের ৩০টি জেলায় এ সিনেমার শুটির করা হবে। দর্শক ছবি দেখেই যেন বুঝতে পারেন তার জেলা চিত্রায়িত হয়েছে। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
মহরত শেষে জমিদার বাড়িসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ছবির কয়েকটি দৃশ্যের স্যুটিং করা হয়।
0Share