বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট (২০১৯-২০২০)-এ লক্ষ্মীপুর ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সিলেটের মৌলভীবাজার জেলা স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে নোয়াখালীকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল।
মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়োগপ্রাপ্ত লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলের কোচ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ নিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো লক্ষ্মীপুর। এতে জেলার তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়ছে।’
জানা গেছে, মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা স্টেডিয়াম মাঠে টস জিতে ব্যাট করে নোয়াখালী জেলা অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। ৪০ ওভারের খেলায় ৩৫ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে নোয়াখালী। পরে ব্যাট করতে নেমে মাত্র ২৪ রানে লক্ষ্মীপুর দলের ৬ উইকেটের পতন ঘটে। দলীয় ৪৬ রানে সপ্তম উইকেট হারায় লক্ষ্মীপুর। কিন্তু পরবর্তীতে লক্ষ্মীপুর দলের আহমেদ শরীফ ও মাজহারুল হক রুপমের দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে পাত্তাই পাননি নোয়াখালীর বোলারা। ৭৩ রানের পার্টনারশীপে ৩ বল হাতে রেখেই জয় লাভ করে লক্ষ্মীপুর। নোয়াখালীকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষ্মীপুর। ম্যাচসেরা খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন লক্ষ্মীপুর ক্রিকেট দলের আহমেদ শরীফ। বিকালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
লক্ষ্মীপুর অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল :
রাফিউল ইসলাম, জাহাঙ্গির আলম, আহম্মেদ শরীফ, মাজহারুল হক রুপম, শাকিল হোসেন, শাহেদুল আবেদিন সামি, ফাহিম, শাহ তাসফিক, তানবিন হাসান, আবদুল্লাহ আল-মামুন, আবদুল্লাহ আল-মাহমুদ, অজিত চন্দ্র দাস, মনোয়ার সায়েম, আফরুল, রাহাত হোসেন, পারভেজ আলম, রাজু হোসেন, আরাফাত হোসেন ফাহাদ।
সংক্ষিপ্ত স্কোর :
নোয়াখালী- ১১৫/১০ (৩৫.২ওভার)
লক্ষ্মীপুর- ১১৯/৭ (৩৯.৩ ওভার)
ম্যাচ সেরা- আহম্মেদ শরীফ
0Share