প্রতিষ্ঠার দশ বছরে পা দিলো মেধাবী ও তরুণদের সংগঠন, লক্ষ্মীপুরের কমলনগরের ‘৪নং মার্টিন ছাত্র কল্যাণ সংঘ’। চর মার্টিন ইউনিয়নের উত্তর মার্টিন গ্রামে ২০১১ সালের ২৯ আগস্ট এক দল মেধাবী ছাত্রের হাতে গঠিত হয় এই সংঘ।
সম্পূর্ণ অরাজনৈতিক এ সংঘটি ছাত্রদের যে কোনো সমস্যায় সবসময় এগিয়ে এসেছে। যে উত্তর মার্টিন অঞ্চলে দীর্ঘদিন কোন হাই স্কুর ছিলনা। প্রতিষ্ঠার পরপরই সংঘটির উদ্যোগে গঠিত হয় উত্তর মার্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবী ছাত্র কর্তৃক পিছিয়ে পড়া ছাত্রদের ফ্রি ক্লাস নেওয়ার ব্যবস্থা, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার বিষয়ক সেমিনার, রক্তের গ্রুপ পরীক্ষা, রাস্তা মেরামত করা, এলাকাবাসীর মধ্যে সচেতনতা কার্যক্রমসহ নানান ধরণের কাজ করছে সংঘটি।
সম্প্রতি এই সংঘের উদ্যোগে “ছাত্র কল্যাণ পাঠাগার” নামে একটি পাঠাগার আত্মপ্রকাশ করে। অত্র অঞ্চলের ছাত্রদের টিউশন ফির ব্যবস্থা করা, লজিং ম্যানেজ করে দেওয়া, ভর্তি করে দেওয়া, ইউনিফর্মসহ ছাত্রদের যে কোনো সমস্যায় এ সংঘ সরাসরি সহযোগিতা করে থাকে।
ছাত্র কল্যাণ সংঘের সরাসরি তত্ত্বাবধানে বর্তমানে এই এলাকার ছাত্ররা ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। সংঘটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আনসার উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক হিসেবে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র মেহেদী হাছান মাহমুদ।
0Share