আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কেক কেটে লক্ষ্মীপুর ক্লাবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ঐতিহ্যবাহী এ ক্লাবটি সুনামের সঙ্গে ৩১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন ক্লাবের কার্যালয়ে সকল সদস্য মিলিত হয়েছে।
এসময় বিসিবির সাবেক পরিচালক ও ক্লাবের সভাপতি মঈন উদ্দিন চৌধুরী কামরু এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুয়েলসহ ক্লাবের সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অতিথিরা জানায়, জেলার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান লক্ষ্মীপুর ক্লাব। সর্বদা সৃজনশীল মানুষগুলোই ক্লাবটি পরিচালনা করে আসছে। তাদের পরিচালনায় এ ক্লাব অসংখ্য খেলায়াড় তৈরি করেছে। ভবিষ্যতেও ক্লাবের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের আত্মপ্রকাশ ঘটবে। প্রসঙ্গত, ১৯৯০ সালের ১ সেপ্টেম্বর লক্ষ্মীপুর ক্লাব প্রতিষ্ঠা করা হয়।
প্রয়াত সাংবাদিক এম এ মঈদ ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি মারা যাওয়ার পর থেকে ক্লাবের সভাপতি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই দক্ষ নেতৃত্বের মাধ্যমে সুনামের সাথে লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন টুর্নামেন্টে দারুণ কৃতিত্ব দেখিয়েছে ক্লাবের খেলোয়াড়রা।
0Share