উপকূলীয় লক্ষ্মীপুরবাসী ক্রীড়াপ্রেমিদের জন্য ২০ জানুয়ারি দিনটি ছিল স্মরণীয়। এদিনই সর্ব প্রথম লক্ষ্মীপুরের নাম নিয়ে এবং বাংলাদেশ ক্রিকেটের জাতীয় টিমের সদস্য হয়ে আর্ন্তজাতিক কোন ম্যাচে খেলছেন একজন। তিনি হাসান মাহমুদ।
প্রথম অভিষেক ম্যাচেই ইতিহাসে স্থান করে নিলেন লক্ষ্মীপুরের এ তরুণ ক্রিকেটার। প্রথম ম্যাচেই বাংলাদেশের জয়। প্রথম ম্যাচেই পরপর ২ বলে দুটি উইকেটসহ ৩টি উইকেট দখল করেছেন তিনি। আর করোনার মধ্যে দীর্ঘ ১০ মাস পর এটি বাংলাদেশের প্রথম আর্ন্তজাতিক ক্রিকেট ম্যাচ। তিন ইতিহাসে নাম লিখালেন হাসান মাহমুদ।
একদিকে জনপ্রিয় ক্রিকেট অন্যদিকে নিজেদের ছেলে হাসান মাহমুদের জাদুকরী নৈপুণ্য। এমন কিছু কি সহজে মিস করতে পারে লক্ষ্মীপুরবাসী ? না। শুধু লক্ষ্মীপুরবাসীই নন, বুধবার বৃহত্তম নোয়াখালীবাসীর অনেকের চোখই ছিল আর টিভি আর মোবাইলের পর্দায়।
কিন্ত দিনের মধ্যভাগে হাসানের হাতে ৩ শিকার আর ম্যাচের ফলাফলের পরপরই পাল্টে গেছে লক্ষ্মীপুরসহ বৃহত্তম নোয়াখালীবাসীর ফেসবুক ওয়াল। ওয়ালে ওয়ালে শুধু হাসান বন্ধনা আর শুভেচ্ছ। আমাদের সকল পাঠকদের পক্ষ থেকে হাসানের জন্য লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের শুভেচ্ছা।
চলুন পড়তে পড়তে আরেকবার ফিরে যাই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বুধবার কুয়াশায় ভরপুর মাঠে ক্যারিবিয়ানরা বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি। তারা গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। টানা সাত ওভারের এক স্পেলেই সাকিব নিয়ে ফেলেন ৩ উইকেট। পরে নেন আরেকটি। তবে উইকেটের দিক থেকে সাকিবের পর দলের সফল পেসার হাসান মাহমুদ।
এই ম্যাচেই ওয়ানডে অভিষেক হয় তার। শুরুতে বল হাতে নিয়ে কিছুটা নড়বড়ে ছিলেন। পঞ্চম ওভার থেকেই পান তাল। পরে নেন ২৮ রানে ৩ উইকেট। তরুণ এই পেসারের নৈপুণ্যে মুগ্ধ সাকিব। ক্যারিবিয়ান ব্যাটসম্যান রভম্যান পাওয়েল ও কাইল মায়ারস। ষষ্ঠ উইকেটে যোগ করে ফেলেছিলেন ৫৯ রানের জুটি।
বল তুলে নেন অভিষিক্ত হাসান মাহমুদ। ইনিংসের ২৮তম ওভারে দ্বিতীয় স্পেলে আনা হয়েছিল হাসানকে। ২১ বছর বয়সী হাসান নিজের দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে শুধু জুটিই ভাঙেননি, পরপর দুই বলে নিয়েছেন দুই উইকেট, জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। শেষপর্যন্ত হ্যাটট্রিক হয়নি, তবে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের লেজের সারির ব্যাটসম্যানদের বিদায় করেছেন হাসান মাহমুদ।
প্রথম স্পেলে করা ৩ ওভারে তিনি উইকেটশূন্য থাকেন ১৪ রান খরচায়। দ্বিতীয় স্পেলে ফিরে প্রথম ওভারে তেমন কিছু করতে পারেননি।
তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে সাজঘরে ফেরান আক্রমণাত্মক খেলতে শুরু করা রভম্যান পাওয়েলকে। দুটি করে চার-ছক্কার মারে ৩১ বলে ২৮ রান করেন পাওয়েল। ঠিক পরের বলেই তিনি আউট করেন রেমন রেইফারকে। হাসানের ভেতরে ঢোকা ডেলিভারিটি বুঝতে পারেননি রেইফার, আঘাত হানে প্যাডে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। ফলে হ্যাটট্রিকের সুযোগ আসে হাসানের সামনে।
কিন্তু পরের বলে আর উইকেট নিতে পারেননি হাসান, করতে পারেননি তাইজুল ইসলামের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করার রেকর্ড।
হাসান মাহমুদ বিষয়ে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরে প্রকাশিত আরো সংবাদ:
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ ২০২০
লক্ষ্মীতারুণ্য সম্মাননা ২০২০ পাচ্ছেন যে ২০ জন
পরিবার ও লক্ষ্মীপুর জেলায় খুশির বন্যা, হাসান এখনও ঘোরের মধ্যে -২০২০
পাকিস্তান সফরের ডাক পেলেন লক্ষ্মীপুরের হাসান -২০২০
হাসান মাহমুদ || Hasan Mahmud ২০১৯
বিপিএলে গতির ঝড় তুলে ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ ২০১৯
ক্রিকেটের ভবিষ্যত স্টার হতে যাচ্ছে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ ২০১৮
হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে সেরা‘পাঁচে’বাংলাদেশ ২০১৮
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে খেলবে লক্ষ্মীপুরের হাসান মাহমুদ -২০১৭
লক্ষ্মীপুরের ক্রীড়াঙ্গন: ক্রিকেটে জেলার উজ্জ্বল মুখ রবিউল ও ইমন -২০১৫
চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে আমন্ত্রন পেলেন লক্ষ্মীপুর ৬ ক্রিকেটার -২০১৪
0Share