নির্মাণ শ্রমিকদের জীবনের নানা ঘটনা নিয়ে “আঁডের দিন” শিরোনামের নোয়াখালির আঞ্চলিক ভাষায় একটি নাটকের শুটিং করেছেন শোবিজ বাংলা টিম। লক্ষ্মীপুর জেলার প্রায় দশটি স্থানে নাটকটির শুটিং হয়েছে। কাদামাটি মিডিয়া প্রযোজিত ও শোবিজ বাংলা টিমের পরিচালনায় “আঁডের দিন” নাটকটি লিখেছেন আলাউদ্দিন সাজু।
এতে অভিনয় করেছেন, ক্যাঁডি মোল্লা খ্যাত নোয়াখালির আঞ্চলিক ভাষার জনপ্রিয় অভিনেতা রিয়াজুল ইসলাম জাকির, বিদেশি হোলা খ্যাত অভিনেতা মোহাম্মদ আলী লিটন, সামান্তা সুলতানা, জুয়েল রানা হিমু, ফিরোজ আলম, আমজাদ হোসেন আমু, সজল দেবনাথ, রিয়াদ হোসেন, ফুয়াদ হোসেন, নাফেল, তুষার আহম্মেদ, সুমন হোসেন ও শিশু শিল্পী আরমানসহ আরো অনেকে।
নাটকে দেখা যাবে, লিটন, সজল, রিয়াদ, ফুয়াদ, নাফেল ও তুষার ক্যাডি মোল্লার অধিনে হিমু চেয়ারম্যানের বাড়িতে রাজ মেস্তুরীর কাজ করে, হাটের দিন টাকা পাওয়ার আশায় চায়ের দোকান, মুদি দোকান, পাওনাদার, কিস্তির টাকাসহ বাজার সাজার করার প্রত্যাশা নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজে মনযোগী হয়।
কিন্তু হাটের দিন যখন কন্টেকটার (ক্যাডি মোল্লা) চেয়ারম্যান হিমুর থেকে টাকা নাপেয়ে সবাইকে টাকা না দেয়ার কথা জানায় তখনই সবার মন ভেঙ্গে যায়।
নির্মান শ্রমিকদের এ রকম নানা ঘটনা নিয়ে এগিয়ে যায় “আঁডের দিন” নাটকের গল্প। পরিচালনা টিম শোবিজ বাংলা জানান, “আঁডের দিন” নাটকটি শিঘ্রই শোবিজ বাংলা ইউটুব চ্যানেল ও লক্ষ্মীপুর24 এর ফেসবুক পেইজে মুক্তি দেয়া হবে। সুস্থ সুন্দর বিনোদনের মাধ্যমে দর্শকদের বিনোদনদিতে নিয়মিত কাজ করে যাবে শোবিজ বাংলা টিম। উল্লেখ্য ইতিপূর্বে শোবিজ বাংলা টিম পরিচালিত নোয়াখালির আঞ্চলিক ভাষার নাটক বিদেশি হোলার বৌ ও সংসার নাটক দর্শকের দারুন জনপ্রিয়তা পেয়েছে। তারা আশা করছেন “আঁডের দিন” নাটকটিও দর্শকদের মন কাড়তে সক্ষম হবে।
0Share