সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন

লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন

0
Share

লক্ষ্মীপুর সরকারি কলেজে শেখ রাসেল দেয়ালিকা উদ্বোধন

লক্ষ্মীপুর সরকারি কলেজে ‘শেখ রাসেল দেয়ালিকা’ উদ্বোধন করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দুপুরে কলেজটির হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে অতিথিবৃন্দ এ দেয়ালিকা উদ্বোধন করেন। দেয়ালিকায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর বিভিন্ন লেখা ও চিত্র প্রাধান্য পেয়েছে।

কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম শাহ্জাহান কামাল।

ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও দেয়ালিকা উদ্বোধন কমিটির নেতা গিয়াস উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২  আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এসময় বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধান, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

দেয়ালিকার ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, অনেক স্বপ্ন নিয়ে জাতির পিতা তার কনিষ্ঠ পুত্রের নাম রাসেল রেখেছিলেন।  পিতার মতোই দরদি ও মানবিক গুণে গুণান্বিত ছিলো শেখ রাসেল। সদ্য স্বাধীন বাংলাদেশের মতোই অপার সম্ভাবনা নিয়ে বড় হয়ে উঠছিল শিশু রাসেল। ঘাতকের নির্মম আঘাত তাকে কেড়ে না নিলে হয়তো একজন আদর্শ নেতা পেতো এ জাতি।

এসময় কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও বিএনসিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশকাল || ৩১ অক্টোবর ২১

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

পহেলা বৈশাখ এলেই বাড়তি খাজনা ভাড়ার আতংকে থাকে দোকানদার ভাড়াটিয়ারা

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

২১ ফেব্রুয়ারি | যেভাবে হলো শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লক্ষ্মীপুরের তরুণ লেখক রাসেলের ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’ আসছে বইমেলায়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com