টানা একমাস পর উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে তোরাবগঞ্জ প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল খেলা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন তোরাবগঞ্জ প্রিমিয়ার লীগ এর সিজিন-২ এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে সিনিয়র একাদশ। রানার্স আপ হয়েছে রান এন্ড হিট স্পোটিং ক্লাব। সোমবার (২১ ফেব্রুয়ারি) তোরাবগঞ্জ হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নুর বন্ধুমহল এ টুর্নামেন্টের আয়োজন করে।
খেলা শেষে বিকেলে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে ট্রপি এবং প্রাইজ মানিরে চেক তুলে দেয়া হয়। বিজয়ী দলকে প্রাইজ মানি হিসেবে ৩৫ হাজার টাকা এবং রানার্স আপ দলকে প্রাইজ মানি হিসেবে ২০ হাজার টাকা ও উভয় দলকে ট্রপি তুলে দেন অতিথিরা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, সেনবাগ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, তোরাবগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন, অগ্রনী ব্যাংক নোয়াখালীর সোনাপুর শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম মাসুম, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন মুন্না, তোরাববাজার পরিচালনা কমিটির সদস্য ছিদ্দিক আলম, সিরাজ উদ্দিন এবং ছাত্রলীগ নেতা হারুন রশিদ চৌধুরী প্রমুখ।
খেলা পরিচালনা কমিটির সদস্য কামরুজ্জামান ও সাইফুল ইসলাম জানান, গত জানুয়ারি মাসের ২৬ তারিখ থেকে শুরু হওয়া এ ক্রিকেট উৎসবটি ছিল কমলনগরের সব চেয়ে বড় আয়োজন। এতে ২০টি স্থানীয় ক্লাব অংশ গ্রহন করে ছিল। আগামি মৌসুমে সিজন-৩ অনুষ্ঠিত হবে।
0Share