ঢাকা প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: ঢাকার নবাবপুরস্থ বাংলাদেশের বৃহত্তর ব্যবসায়িক সংগঠন ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। ঢাকার কেরানীগঞ্জের রাজাবাড়ী এলাকার গার্ডেন পার্কে এ অনুষ্ঠানে প্রায় ৭শত ব্যবসায়ী ও তাদের আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
২১ ফেব্রুয়ারি দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল র্যাফেল ড্র, সাংস্কৃৃতিক অনুষ্ঠান এবং নানা রকম খাবার ও বিনোদন পর্ব।
ছিদ্দিক উল্যা মিয়াজী সোহাগের সার্বিক তত্ত্বাবধায়ন ও কাজী মোঃ ফরহাদ হোসেনর উপস্থাপনায় বার্ষিক বনভোজনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্যা মিয়াজী সোহাগ, বনভোজন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মোঃ জাকির হোসেন ভূইঁয়া প্রমুখ।
ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম জানান, ঢাকার নবাবপুরসহ পুরো ঢাকায় অসংখ্য ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ব্যবসায়ী রয়েছেন। যার মধ্যে লক্ষ্মীপুর জেলার ব্যবসায়ী সংখ্যা প্রায় ৫শতাধিক। এসব ব্যবসায়ীদের নিয়ে ২০১৯ সালে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ইলেকট্রিক ইলেকট্রনিক্স এন্ড মেশিনারীজ ব্যবসায়ী সোসাইটি গঠন করা হয়। ২০২১ সালে আমাদের প্রথম কমিটি গঠিত হয়। চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় বারের মতো ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিনশ। আমরা ব্যবসার পাশাপাশি নানা ধরনের সামাজিক কাজে অংশ নিচ্ছি। ঢাকাতে আমরা লক্ষ্মীপুর জেলার প্রতিনিধিত্ব করছি।
0Share