লক্ষ্মীপুর প্রতিনিধি: সমমনা ঐক্য পরিষদ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করে সংগঠনটির সভাপতি কামাল হোসেন বিলাস।
সংগঠনের সম্পাদক বেলায়েত হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক শরিফ হোসেন মনিরের উপস্থাপনায় কোরআন তেলাওয়াত, আযান, দেশাত্মবোধক গান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্যক্তি জীবন নিয়ে উপস্থিত বক্তৃতায় সদর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতি ইভেন্টে ৩ জন করে মোট ১২ জন বিচারক প্রতিযোগিদের পরীক্ষা গ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমমনা ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এইচ আল রশিদ পাটোয়ারী টিটু, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মহিউদ্দিন বিটু পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, কোষাধক্ষ্য জহির আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আলাউদ্দিন সাজু, সহ প্রচার সম্পাদক ফয়সাল কবির।
শনিবার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
39Share