কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক আবদুস শহিদ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার ও রামগতি সার্কেল রকিবুল হাসান।
এর আগে প্রেসক্লাবের সভাপতি ইউছুপ আলী মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়েজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম, উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত অতিথিবৃন্দ এবং ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে কমলনগর উপজেলা প্রশাসন বনাম কমলনগর থানার ব্যাডমিন্টন টীম অংশ গ্রহন করে। প্রেসক্লাব সূত্রে জানা গেছে, এ টুর্নামেন্টে রামগতি ও কমলনগর উপজেলার ২৪টি দল অংশ গ্রহন করে।
সাংবাদিক আবদুস শহীদ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পর্কে জানাতে গিয়ে, প্রেসক্লাবে সভাপতি ইউছুপ আলী মিঠু জানান, সাংবাদিক আবদুস সহিদ ছিলেন, বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির সিনিয়র বার্তা সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি। তিনি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা ছিলেন।
সাংবাদিকতায়একটানা ৪০ বছর অতিবাহিত করেছিলেন আবদুস সহিদ। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৩ আগষ্ট তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
18Share