ক্রীড়া প্রতিবেদক | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল)’র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। স্থানীয় সামাজিক সংগঠন শতমুখ ফাউন্ডেশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদার, ইসলামি ব্যাংকের এভিপি ও লাকসাম শাখার ম্যানেজার মো. সানা উল্যাহ, লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালের এমডি আমজাদ হোসেন মিস্টার, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারী মোহাম্মদ আকরাম হোসেন, খেলা পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথ এবং আইনজীবী এমরান হোসেন নিখিল প্রমুখ। খেলায ৩২টি দল অংশ নেয়ার কথা রয়েছে। উদ্বোধনী ম্যাচে খেলেছে উপজেলা একাদশ ও পাটারিরহাট স্টারক্লাব।
স্থানীয় ভাবে জানা গেছে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত ও কমলনগর উপজেলার বাসিন্দা ৫০ জন প্রবাসী এ খেলায় স্পন্সর করছেন।
গত কয়েকদিন যাবত লীগ কমিটির নামে চালু করা ফেসবুক পেজে তাদের কার্যক্রম প্রচার হয়ে আসছে।
59Share