করেসপন্ডেন্ট | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের ইলেভেন কেয়ার শিক্ষাি পরিবার এর ৩টি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিদ্যালয় সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের গোল্ডেন সেভেন শ্রেণির ছাত্র আয়ান আহম্মেদ ও গীতা থেকে পাঠ করেন গোল্ডেন ফোর শ্রেণির ছাত্র দীপ্র দাস। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাইভেট স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক আব্দুর রহমান এবং জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল ও প্রতিষ্ঠান প্রধান রিয়াজুল ইসলাম।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ইলেভেন কেয়ার এর প্রাইমারি শাখা, হাই-স্কুল এবং মাদ্রাসার প্রায় সাড়ে চার’শ শিক্ষার্থী ৬৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। এ সময় দেখা যায় শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে।
পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে প্রতিষ্ঠান প্রধান রিয়াজুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর আলাদাভাবে ভিন্নরকম উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করি। সেটি পরবর্তীতে তারিখ ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে।
105Share