সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বিদেশিদের প্রাধান্য, স্থানীয় খেলোয়াড়রা দর্শক

বিদেশিদের প্রাধান্য, স্থানীয় খেলোয়াড়রা দর্শক

0
Share

বিদেশিদের প্রাধান্য, স্থানীয় খেলোয়াড়রা দর্শক

10309685_716622365058221_3459414086951776696_nআবুল কালাম আজাদ,
তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করা হলেও বাস্তবতা ভিন্ন। দলগুলোর একাদশ নির্ধারণের ব্যাপারে সুনির্দিষ্ট নিয়ম বা আইন না থাকায় প্রতিটি দলে বিদেশি খেলোয়াড়রা প্রাধান্য পাচ্ছে। আর স্থানীয় খেলোয়াড়রা কম সুযোগ পাওয়ায় জেলার ক্রীড়া সংগঠকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

গত ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্টে ৫টি অতিথি দল ও ১১টি স্থানীয় দল অংশ নেয়। দলে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের ব্যপারে কোনো বাধ্যবাধ্যকতা না থাকায় জেলা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ চৌরাস্তা ক্লাব, শহরের বাগবাড়ী ক্লাব, হাইফাই ক্রীড়াসহ কয়েকটি স্থানীয় দল টুর্নামেন্টে অংশ নেয়নি।

টুর্নামেন্টে দু’একটি ম্যাচ ছাড়া, প্রায় প্রতি ম্যাচে প্রতিটি দলের একাদশে ৭ থেকে ১০ জন বিদেশি (নাইজেরিয়ান) খেলোয়াড় অংশ নেয়। প্রায় সব ম্যাচেই স্থানীয় খেলোয়াড়রা ছিল অস্তিত্বহীন!

এমনও হয়েছে যে, একাদশের সব খেলোয়াড়ই বাইরের। প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বিদেশি খেলোয়াড়দের অধিকাংশই দর্শকদের হতাশ করলেও মামুন, রেদোয়ান রিদনসহ জাতীয় পর্যায়ের ৩-৪ জন তারকা ফুটবলারের ক্রীড়া নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করেছে। প্রতিটি ম্যাচে প্রত্যেক বিদেশি খেলোয়াড়কে ন্যূনতম দশ হাজার থেকে ২৫ হাজার টাকা সম্মানী দিতে হয়েছে।

আয়োজক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান,আজ বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।

সাহিত্য | সংস্কৃতি আরও সংবাদ

পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি

ঈদে আলাউদ্দিন সাজু’র নাটক “আত্মগোপন”

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : লক্ষ্মীপুরে ড. জিয়াউদ্দীন

২১ ফেব্রুয়ারি | যেভাবে হলো শহীদ দিবস থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

লক্ষ্মীপুরের তরুণ লেখক রাসেলের ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’ আসছে বইমেলায়

২১ জানুয়ারি হতে লক্ষ্মীপুরে শুরু হবে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com