চন্দ্রগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর উপজেলার রূপাচরা সফি উল্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০১৫ (আজ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ বি এম শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
আতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ.কে.এম টিপু সুলতান বলেন, ছাত্র-ছাত্রীদের পাঠ্য পুস্তুকের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে বিদ্যালয়ের শিক্ষকদের বলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম সালাহ্ উদ্দিন টিপু বলেন, সন্ত্রাস ধমনের জন্য সমাজের সকল শ্রেনীর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুর রহমান বিদ্যালয়ের শিক্ষকসহ সকলকে বিদ্যালয়ের অভ্যন্তরে এবং বাহিরে ধূমপানসহ সকল প্রকার মাদক থেকে বিরত থাকার জন্য বলেন। তিনি আরো বলেন, কোন ভাবে যেন শিক্ষকদের নিকট থেকে ছাত্র-ছাত্রীরা মাদক সেবনের শিক্ষা না পান।
আরো বিশেষ অথিতি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, ১২ নং চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, ১৩ নং দিঘলী ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, ১৮ নং কুশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ উল্যা নাছিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান (কাজল বি.এস.সি)।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য কাজী এমাদ উদ্দিন সুমন, ম্যানেজিং কমিটির সদস্য আলী হায়দার চৌধুরী, নেছার আহমেদ, জামাল উদ্দিন বিপু, মিজানুর রহমান, এবং নাছিমা আক্তার, প্রমূখ। খেলাধূলা উদ্ভোধন করেন বিদ্যালয়ের দাতা সদস্য মহি উদ্দিন মিয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
0Share