শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট লক্ষ্মীপুরে প্রত্যাহার করা হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মধ্যে। রোববার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা বাস মালিক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু তাঁর ব্যক্তিগত ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে যানবাহন চলাচলের ঘোষণা দেন। এরপর থেকে সড়কে সিএনজি, লেগুনাসহ ছোট ছোট যানবাহন চলাচল শুরু করে।
ফেসবুকে সালাহ্ উদ্দিন টিপু লিখেন, লক্ষ্মীপুর জেলার সকল সড়কে গাড়ি চলবে। এ নির্দেশনা বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন করা জন্য পরিবহণ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি।
সিএনজি শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুরে শান্তিপূর্ণভাবে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট পালন করেছে। তবে জেলা বাস মালিক পরিবহণ সমিতির সাধারণ সম্পাদক ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু’র নির্দেশে দুপুর ২টায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ধর্মঘট প্রত্যাহারের পর লক্ষ্মীপুরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল শুরু করেছে। দূরপাল্লার যানবাহন এখনো চলাচল না করলেও জেলার অভ্যন্তরে যান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এ কে এম সালাহ্ উদ্দিন টিপু জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
0Share