সামান্য বৃষ্টিতে কাদামাখা হয়ে যায় লক্ষ্মীপুরের কমলনগরের চর মার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল হাদী মুন্সি সড়কটি। এতে চলাচলে বিপাকে পড়েন হাজার হাজার মানুষ। বর্ষা এলে একটু বৃষ্টিপাতেই কর্দমাক্ত হয়ে ওঠে দক্ষিণ চর মার্টিনের হারিছ আহমদের বাড়ি থেকে আলী আহাম্মদ দালাল মসজিদ পর্যন্ত ১কিলোমিটারের এ সড়কটির।
মানুষজনের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই মানুষের ভোগান্তির শেষ থাকে না। অল্প বৃষ্টিতে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। যার কারণে সিএনজি, রিকশা, অটোরিকশা, পাহাড়ট্রলী, ট্র্যাক্টরসহ অন্যান্য যান যান চলাচলের অনুপযোগী হয়ে ওঠে রাস্তাটি।
স্থানীয় বাসিন্দা মোস্তফা মিয়া(৪৭) বলেন, বৃষ্টি হলেই হ্যাক লোদে রাস্তা ভরে যায়। কত বার ড্রেন করে রাস্তা ভালো রাখা যায়? পুরো রাস্তায় মানুষের চলাচলে ভোগান্তি। রাস্তাটা পাকা হইলে আমাদের এত কষ্ট হতো না।
সিরাজুল ইসলাম(৫০) নামের আরেক বাসিন্দা বলেন, প্রত্যেকটা বছর রাস্তার এ অবস্থা হয়। রাস্তা দিয়ে বর্ষাকালে একদমই চলতে ফিরতে পারি না। আমাদের দুর্ভোগের কোন শেষ সীমানা নেই। রাস্তায় অনেক বারই মাটি ফেলা হয়েছে। কিন্তু এতে সমস্যার সমাধান হবে না।
এ প্রসঙ্গে কথা হয় স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম পারভেজের সঙ্গে৷ তিনি জানান, রাস্তাটিতে কয়েকবার মাটি কাটা হয়েছে। রাস্তার এ বেহাল অবস্থার জন্য মাটিকাটা কোন স্থায়ী সমাধান নয়। রাস্তাটিতে নির্বিঘ্নে মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটিকে পাকাকরণের দাবি জানাই। এতে, রাস্তাটির আর এমন অবস্থা হবে না। মানুষেরও ভোগান্তি দূর হবে৷
0Share