নদীর ভাঙন থেকে এলাকা এলাকা রক্ষায় নদীতে জঙ্গলাবাঁধ নির্মাণ করছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নাছিরগঞ্জের স্থানীয় বাসিন্দারা। তাদের পাশে উপজেলার ছাত্রলীগ কর্মীদের নিয়ে এগিয়ে এলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাকিব হোসেন সোহেল। সোমবার (২৯জুন) সকালে নাছিরগঞ্জ বাজারে ছাত্রলীগ কর্মীদের নিয়ে কাজ করতে দেখা যায় তাকে।
কয়েকদিন ধরে এ বাঁধ নির্মাণে নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন স্থানীয় লোকজন। স্থানীয়দের প্রত্যাশা, বাঁধ নির্মাণে সহযোগিতা পেলে তারা ৩কিলোমিটার এলাকায় জঙ্গলাবাঁধ নির্মাণ করবেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, নদীরভাঙনে এ অঞ্চল আজ যুগ যুগ ধরে ভাঙছে। কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক আমরা কাজের কোন বাস্তবায়ন দেখছিনা। আমাদের নেত্রীর কাছে এ সমস্যার কথা সঠিকভাবে পৌঁছানো হচ্ছে না। যদি হতো, তবে আমরা এ সমস্যার আরো আগে সমাধান পেতাম। এ মুহুর্তে নিরুপায় হয়ে জঙ্গলাবাঁধ দিচ্ছেন সাধারণ মানুষ। আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। তাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা সব সময় ভালো কাজে থাকবে। সে জায়গা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জঙ্গলাবাঁধ নির্মাণে কাজ করছে।
0Share