সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তিন দিন যাবত লক্ষ্মীপুর ফেরিঘাটে মালবাহী গাড়ির দীর্ঘজট

তিন দিন যাবত লক্ষ্মীপুর ফেরিঘাটে মালবাহী গাড়ির দীর্ঘজট

তিন দিন যাবত লক্ষ্মীপুর ফেরিঘাটে মালবাহী গাড়ির দীর্ঘজট

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ফেরিতে উঠার জন্য প্রায় ২শতাধিক মালবাহী গাড়ির জট তৈরি হয়েছে গত ৩দিন যাবত। মজুচৌধুরী ঘাটের ব্যবস্থাপক জানিয়েছেন এ জট শেষ হতে ৫-৭ সময় লাগতে পারে। এর মাঝে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শতশত যাত্রী ভোলা ও পশ্চিমাঞ্চলের জেলায় যেতে ফেরিঘাটে ভীড় করছিল।
ঘাট  এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ও শতাধিক ব্যক্তিগত যানবাহন অবস্থান করছে।  যাত্রী ও যানবাহন পারাপারের এ রুটে ৩ ফেরি থাকলেও বর্তমানে ২টি ফেরি সচল রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা নদীর লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীহাট ঘাটে লঞ্চ বন্ধ থাকায় শতশত যাত্রী ঝুঁকি নিয়ে ছোট নৌকা, স্পীড বোট ও ফেরিযোগে নদী পার হচ্ছেন। এসময় কোন ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মজুচৌধুরী ঘাটের ব্যবস্থাপক মোঃ কাউছার জানান, বড় গাড়ি চলাচল বন্ধ থাকায় ছোটগাড়ির চাপ বেড়েছে প্রায় ৫গুন।  সে কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তিনি আরো জানান, এ যানজট শেষ হতে আগামি ৫-৭ দিন লাগতে পারে।
ঘাটসূত্রে জানা যায়, খুলনা ও বরিশাল বিভাগের ১২ জেলা এবং চট্টগ্রাম বিভাগের নয়টিসহ ২১ জেলার মানুষের আন্তঃজেলা যাতায়াতের অন্যতম রুট ভোলা-লক্ষ্মীপুর (মজুচৌধুরীরহাট) ফেরিঘাট। মোংলা সমুদ্র বন্দর ও চট্টগ্রাম সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ রুটও এটি।

সমস্যা | প্রত্যাশা আরও সংবাদ

রামগতির চরাঞ্চলের ৩৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

স্লুইচ গেইট অকেজো, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

উপকূলেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, জনবল সঙ্কটে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্স

মতিরহাটে আধুনিক লঞ্চঘাট নিমার্ণে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের পরিদর্শন

রামগতির মেঘনার তীর সংরক্ষণ প্রকল্প এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

চার দফা দাবিতে রামগতি ফারিয়া’র প্রতিবাদ সমাবেশ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com